'Teja Sajja' ভারতীয় সুপার হিরো জনরার মুভির অন্যতম মুখ হয়ে উঠতে চলেছেন। 'জম্বি রেড্ডি', ' হনুম্যান' এর পর এবার 'মিরাই'। Karthik Gattamneni পরিচালিত ভারতীয় মিথোলজির ওপর ভিত্তি করে তৈরী 'ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার' ছবি 'মিরাই' তে Teja Sajja কে দেখা যাবে সুপার যোদ্ধা রূপে।
৫ ই সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। একদিন আগেই মুক্তি এই ছবির আড়াই মিনিটের ট্রেলার। এর একাধিক বার ছবি মুক্তির তারিখ বদলেছেন নির্মাতারা। প্রথমে এপ্রিল মাসে মুক্তির কথা ছিলো তা বদলে হয় ১লা আগস্ট এবং শেষ পর্যন্ত ৫ ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। প্রসঙ্গত এটিও হতে Pan Indভাষায়, মুক্তি পাবে আটটি ভাষায়।
মুখ্য ভূমিকায় Teja Sajja, Manchu Manoj, Jagpati babu, Shriya Saran প্রমুখ। Manchu Manoj কে দেখা যাবে ভিলেন চরিত্রে।
ট্রেলার ইতিমধ্যেই উত্তেজনা তৈরি করেছে। ট্রেলার অনুসারে ছবির গল্প অনেকটা এরকম 'কলিযুগে আসতে চলেছে মহাবিনাশ। কিন্তু তার প্রতিরোধ ভগবান করবেন না, রাস্তা দেখাবে ভগবানের দেওয়া দিব্য অস্ত্র আর সেটাই মিরাই। নয়টি প্রাচীন গ্রন্থ যাতে লুকিয়ে আছে এই রহস্য আর এই গ্রন্থগুলি রক্ষা করবে 'সুপার যোদ্ধা'। এখানে বৌদ্ধ লামার প্রসঙ্গও দেখা গেছে।
তবে সবচেয়ে বেশি চমক তৈরী করেছে ট্রেলারের শেষ অংশ। শেষ অংশে দেখানো গেরুয়া পরে হেঁটে আসা চরণ দুটি কার, যার সামনে বানরেরা মাথা ঝুঁকিয়ে তাকে স্বাগত জানাচ্ছে? প্রভু শ্রীরাম!!! এর উত্তর ছবিতেই পাওয়া যাবে।
মাত্র 60 কোটি বাজেটে তৈরি এই ছবির ভিজ্যুয়াল অসাধারণ। অ্যাকশন থেকে vfx সব কিছুই উঁচু মানের মনে হয়েছে। এখন দেখার এই ছবি কতটা প্রত্যাশা পূরণ করতে পারে।
©Filmy Adda
#tejasajja #Mirai #ShriyaSaran #ManchuManoj #mirai2025 #mythology #fantasyworld #KarthikGattamneni
0 Comments