Lokesh Kangaraj Cinematic Universe (LCU) এর সূচনা হয়েছিল ২০১৯ সালে 'Kaithi' ছবি দিয়ে। প্রসঙ্গত এই Kaithi ছবির হিন্দি রিমেক Bhola যাতে মুখ্য ভুমিকায় ছিলেন অজয় দেবগণ। এরপর LCU তে যুক্ত হয় Vikram(2022), Leo(2023) ।
Karthi, Kamal Hasan, Vijay, Surya এর মতো তামিল সুপারস্টাররা এই ইউনিভার্সে সামিল হয়েছেন। শুধু একজন লেডি সুপারস্টার হলেই ষোলো কলা পূর্ণ হয়। হ্যাঁ অনুষ্কা শেট্টির কথাই বলা হচ্ছে। তৈরী হবে Kaithi 2 আর এতেই অনেকে মনে করছেন Kaithi 2 তে যুক্ত হবেন অনুষ্কা। কিন্তু এই খবরের সত্যতা কতটা?
লোকেশ বর্তমানে ব্যস্ত এই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি 'রজনীকান্ত' এর 'কুলি' নিয়ে। ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে এই ছবি। কুলি মুক্তির পর শুরু হবে Kaithi 2 এর কাজ। কিন্তু team Kaithi র সংস্পর্শে থাকা সূত্র গুলি বলছে অনুষ্কা Kaithi 2 তে যুক্ত হবেন না, সবটাই গুজব।
অন্যদিকে 'Miss Shetty Mr. Polyshetty' র পর অনুষ্কা পর্দায় ফিরছেন আগামী ১১ জুলাই Ghaati ছবির মধ্যে দিয়ে, পরিচালক Krish Jagarlamudi । Ghaati ছবির পোস্টারে অনুষ্কার looks বুঝিয়ে দিচ্ছে কেন তিনি লেডি সুপারস্টার। Ghaati র পর অনু্ষ্কাকে দেখা যাবে মালয়ালম ছবি Kathanar এ।
#kaithi2 #anushkashetty #FilmyAdaa
0 Comments