Ticker

6/recent/ticker-posts

৩০ বছর পর ফিরছে 'খলনায়ক'

 বলিউড কি অতীতে বাঁচছে? ২০ বছর ৩০ বছর আগের আইকনিক ছবি গুলির সিক্যুয়েল বানাতে ব্যস্ত পুরো ইন্ডাস্ট্রি। দক্ষিণের ইন্ডাস্ট্রি গলি যখন নতুন ধরনের গল্প, ভারতের সংস্কৃতি ও শিকড়ের সাথে যুক্ত গল্প আনছে তখন নতুন কিছুই আর ভাবতে পারছে না বলিউড। 

 গদর ২ এসেছে, বর্ডার ২ আসবে, হেরাফেরি ৩ আসবে এবার এই সিক্যুয়েলের তালিকায় যোগ হতে চলেছে সঞ্জয় দত্তের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া ছবি সুভাষ ঘাই পরিচালিত 'খলনায়ক'। ১৯৯৩ তে মুক্তি পেয়েছিল খলনায়ক। সঞ্জয় মাধুরী জুটি বাজিমাত করেছিলো বক্স অফিসে। ৩৯তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে ১১ টি নমিনেশন পেয়েছিলো এই ছবি। 



এবার আসতে চলেছে খলনায়ক ২।  খবর অনুযায়ী খলনায়কের স্ক্রিপ্ট তৈরী এবং এই খবর নিশ্চিত করেছেন সুভাষ ঘাই নিজেই। তবে সিক্যুয়েলে হতে চলেছে সম্পূর্ণ নতুন কাস্টিং। বাল্লুর চরিত্রে সঞ্জয় দত্ত ই থাকবেন কিন্তু সঞ্জয় ও মাধুরীকে দেখা যেতে পারে 'Special appearance' এ। 

২০২৪ সালে ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুভাষ ঘাই জানিয়েছিলেন: 

“সত্যি কথা বলতে, আমি বলু বলরাম চরিত্রে অভিনয় করার জন্য অভিনেতা খুঁজছি না, বরং ‘খলনায়ক ২’-এ একটি নতুন চরিত্রে অভিনয় করার জন্য একজন তরুণ অভিনেতা খুঁজছি, যে বলু বলরামের বিরুদ্ধে থাকবে, যে এখন ৫৫ বছর বয়সী একজন মানুষ। বলু চরিত্রে অভিনয় করবেন শুধুমাত্র সঞ্জয় দত্তই। যেমন ‘দ্য গডফাদার ২’-এ আল প্যাচিনো অভিনয় করেছিলেন আর ‘দ্য গডফাদার ১’-এ মার্লন ব্র্যান্ডো।”

এখন দেখার ছবির পরবর্তী ধাপের কাজ কবে শুরু হয়।

Post a Comment

0 Comments