একদিকে  YRF এর Spy Universe যাকে Spy Circus বললেও ভুল হবে না আর অন্য দিকে নীরজ পান্ডে যিনি উপহার দিয়েছেন A Wednesday, Baby, Special 26 এর মতো ছবি। ২০২০ তে নীরজ পান্ডে আনেন অন্যতম সেরা 'স্পাই ওয়েব সিরিজ' Special Ops. 

RAW এর অফিসার 'হিম্মত সিং' এর চরিত্রে ছিলেন 'কে কে মেনন' আর এই হিম্মত সিং এর চরিত্রকে জীবন্ত করে তুলেছিলেন তার স্বাভাবিক দক্ষতায়। আবারও একবার ফিরতে চলেছেন 'হিম্মত সিং' Special Ops 2 তে। যার ৩০ সেকেন্ডের টিজার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। 

প্রথম সিজনে দেখা গেছিলো হিম্মত সিং এর ২০০১ সালে সংসদ হামলার মূল ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার যাত্রা। ২০২১ এ আসে Special Ops 1.5 চার পর্বের দ্বিতীয় সিজনে দেখা হিম্মত সিং এর উত্থানের কাহিনী। 



অবশেষে তৃতীয় সিজন আসছে Special Ops 2 । টিজারে মূল গল্পের বিশেষ কিছু প্রকাশ হয়নি । তবে এবার কোনো আন্তর্জাতিক সন্ত্রাসীর সন্ধানে হিম্মত ও তার টিম। বেশ কিছু 'হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট' এর দৃশ্য আমরা দেখতে পাই । এর আগের সিজনগুলোতেও আমরা দেখেছি। আর এটাই এই সিরিজকে অন্য মাত্রা দেয়। 

এবারের Special casting team এ যোগ হচ্ছে কিছু নতুন সদস্য তার মধ্যে প্রধান হলেন পর্দার দেশভক্ত 'প্রকাশ রাজ' এছাড়াও যুক্ত হচ্ছেন 'টোটা রায়চৌধুরী'। পুরোনো কাস্টিং এর মধ্যে আগের সিজনের মতো এবারেও দেখা যাবে Karan Tacker, Vinay Pathak, Meher vej, Siyami Kher কে। 

নীরজ পান্ডের কথায় এবারের সিরিজ হতে চলেছে আরও জমজমাট ও ইমোশনাল।

 কে কে মেনন জানান "হিম্মত আমার খুব কাছের একটি চরিত্র। সিজন ২ তে হিম্মত সিং এর চরিত্রের আরও অনেক দিক দেখতে পাওয়া যাবে  তার শক্তি, তার স্ট্রাগল এবং তার সিদ্ধান্তের ফলাফল। এটা খুব পাওয়ারফুল একটি গল্প আমি উদগ্রীব হয়ে আছি দর্শক এটা দেখার জন্য"। 

এখনও মুক্তির দিনক্ষণ জানানো হয়নি তবে আশা করা হচ্ছে এই বছরের দ্বিতীয়ার্ধেই মুক্তি পেতে পারে এই সিরিজ।