'বাবুরাও গণপত রাও আপ্তে' বললে হয়তো চিনবেন না কিন্তু 'বাবু ভাইয়া' কে কে না চেনে। ২০০০ সালে প্রিয়দর্শনের পরিচালনায় তৈরী বলিউডের অন্যতম 'কাল্ট ক্লাসিক' কমেডি 'হেরাফেরি'র হাত ধরে যাত্রা শুরু হয় 'বাবু ভাইয়া (পরেশ রাওয়াল)', 'রাজু (অক্ষয় কুমার) ' আর শ্যাম(সুনীল শেট্টি)' এর।  তবে সেই সময় বক্স অফিসে সেরকম সাফল্য পাওয়া যায় নি। কিন্তু টেলিভিশনে এই ছবি আসার পর দর্শকের মনে জায়গা করে নেয় এই ছবি। এরপর ২০০৬ এ আসে ' ফির হেরাফেরি'। তারপর বর্তমান ইন্টারনেট ও মোবাইলের যুগে 'মিমস' ও GIF এর হাত দর্শকদের দৈনন্দিন জীবনে ঢুকে পড়ে এই তিন চরিত্র। 

এই তুমুল জনপ্রিয়তার কথা মাথায় রেখেই আবারও একবার পর্দায় ফিরিয়ে আনা হচ্ছে এই তিন চরিত্রকে । ১৯ বছর পর আবার তৈরী হতে চলেছে 'হেরাফেরি ৩'। 

কিন্তু এরমধ্যেই ভক্তদের জন্য এক দুঃসংবাদ। সব ঠিক চলছিলো কিন্তু হঠাৎই এই ছবি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরেশ রাওয়াল। এই সিদ্ধান্ত অবাক করেছে সকলকেই। বাবুরাও ছাড়া হেরাফেরি সম্ভব? 

সুনীল শেট্টির কথায়  “হেরা ফেরি পরেশজি ছাড়া হতে পারে না। একশো ভাগ অসম্ভব! আমার না হয় এক শতাংশ সম্ভাবনা আছে না থাকার, বা অক্ষয় কুমার না থাকলেও হয়তো ১% চলতে পারে... কিন্তু পরেশজি না থাকলে একশো শতাংশ অসম্ভব।”

পরেশ রাওয়ালের সরে দাঁড়ানোর কারণ হিসেবে প্রথমে 'ক্রিয়েটিভ ডিফারেন্স' এর কথা বলা হলেও তা সম্পূর্ণ নাকচ করেন পরেশজি। তিনি জানান “আমি পরিষ্কার করে জানাতে চাই, হেরা ফেরি ৩ থেকে আমার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কোনও রকম ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’-এর জন্য নয়। পরিচালক প্রিয়দর্শনের প্রতি আমার অগাধ শ্রদ্ধা, ভালবাসা ও বিশ্বাস রয়েছে।” 

অন্যদিকে এইভাবে আচমকা সরে দাঁড়ানোয় অক্ষয়কুমারের প্রযোজনা সংস্থা 'কেপ অফ গুড ফিল্মস' এর তরফ থেকে পরেশ রাওয়ালকে ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। 

কিন্তু পরেশ রাওয়ালের সরে দাঁড়ানোর কারণ কি তাই নিয়ে গুঞ্জন দানা বাঁধছে। সত্যিই কি রাজু, শ্যাম আর বাবু রাও কে একসাথে দেখা যাবে না!!!