Ticker

6/recent/ticker-posts

বলিউডের 'Queen' পা রাখছেন হলিউডে

 বলিউডের 'কুইন' এর অভিষেক হতে চলেছে হলিউডে। আমেরিকান ম্যগাজিন 'Variety' এর খবর অনুসারে'Blessed with the Evil' নামের horror movie তে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। 'কঙ্গনা' র সাথে এই ছবিতে দেখা যাবে 'teen wolf' খ্যাত 'টেলর পোজে' এবং 'স্কার্লেট রোজ স্ট্যালন' কে। ছবির পরিচালক অনুরাগ রুদ্র।


এবছরের শেষেই ছবির শ্যুটিং শুরু হবে নিউ ইয়র্কে। ট্রাম্পের ঘোষণা করা নতুন 'Industry tarriff' এড়ানোর জন্য ছবির লোকেশন USA তেই করা হয়েছে। 

এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে 'কঙ্গনা'কে হলিউডে কাজ করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তাতে আগ্রহ দেখাননি এবং হলিউড নিয়ে মাতামাতির পক্ষপাতী ছিলেন না। কিন্তু বর্তমানে কঙ্গনা অভিষেক ঘটাতে চলেছেন হলিউডে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 


Post a Comment

0 Comments