ওয়েব সিরিজের দুনিয়ায় অভিষেক হতে চলেছে পরিচালক রোহিত শেট্টির। সিরিজের নাম Indian police force । সাত এপিসোডের এই সিরিজ আগামী ১৯শে জানুয়ারি আমাজন প্রাইমে। গতকাল মুক্তি পেয়েছে সিরিজের ৩ মিনিটের একটি ট্রেলার। ট্রেলারে দেখতে পাই দিল্লি পুলিশ অফিসার কবির মালিকের ভূমিকায় সিদ্ধার্থ মালহোত্রাকে এবং সিদ্ধার্থের সাথে বিবেক ওবেরয়কেও পাই এই police force এ।  কবির মালিক তার টিম নিয়ে একের পর এক ঘটে চলা বিস্ফোরণের পিছনে থাকা অপরাধীকে খুঁজতে চলেছেন। আর এই টিমে আমরা শিল্পা শেট্টির গ্ল্যামারাস এন্ট্রিও দেখতে পাই । সিদ্ধার্থ মালহোত্রাকে আমরা বলতে শুনি "Snaap hamare saath khelna chahta hai. Par hum khelte nahi… Delhi Police khel khatam karti hain। রোহিত শেট্টি মানেই এন্টারটেইনমেন্টের সব উপাদান মজুত সাথে ভরপুর অ্যাকশন। আরও একটি কমন ফ্যাক্টর থাকে সেটা হলো পুলিশ এবং এই সব গুলোই এই ট্রেলারে আছে। কিন্তু এবার ওয়েব সিরিজের ফরম্যাটে কতটা সফল হবেন তিনি সেটাই দেখার। 

Image source: Google