গত 23শে সেপ্টেম্বর Disney Hotstarএ মুক্তি পেয়েছে মধুর ভান্ডারকর পরিচালিত, বিনীত জৈন ও অমৃতা পান্ডে প্রযোজিত ছবি 'বাবলি বাউন্সার'। মধুর ভান্ডারকরের অধিকাংশ নারীকেন্দ্রিক ছবির মধ্যে এটি একটি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তমন্না ভাটিয়া, সৌরভ শুক্লা, অভিষেক বাজাজ, সব্যসাচী চক্রবর্তী, সাহিল বেদ প্রমুখ।ছবির সংগীত পরিচালক তানিষ্ক বাগচী। 

ছবির গল্প দিল্লী থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে 'অশোলা
- ফতেপুর' গ্রামের মেয়ে 'বাবলি তানওয়ার(তমন্না ভাটিয়া)'কে কেন্দ্র করে। বাবলির বাবার কুস্তির আখড়া যেখান থেকে গ্রামের ছেলেরা পালোয়ান তৈরী হয় এবং তারা প্রায় সকলেই দিল্লীর বিভিন্ন নাইটক্লাবে বাউন্সারের কাজ করে। এবং আখড়ায় বাবলিও শরীর চর্চা করে ও শারীরিক ভাবে ছেলেদের মতোই সক্ষম কিন্তু বিয়ের বয়সে পৌঁছে গেলেও সে এখনো ক্লাস 10 পাশ করতে পারেনি। এই সময় গ্রামের এক বিয়েতে তার স্কুল শিক্ষিকার ছেলে বিরাজকে দেখে তার ভালো লাগে এবং বিরাজের সাথে দেখা করার জন্য দিল্লী যাবার সুযোগ খুঁজতে থাকে। এই সময় দিল্লীর এক নাইট ক্লাবে মহিলা বাউন্সারের কাজের সুযোগ আসে তার কাছে এবং বিরাজের কাছে যাবার জন্য সে দিল্লীতে কাজের জন্য রাজি হয়। এরপর একদিন বিরাজের জন্মদিনের পার্টিতে নেশাগ্রস্ত অবস্থায় সে বিরাজকে তার মনের কথা বললে বিরাজ তাকে অপমান করে। বাবলি আবার পড়াশুনা করে নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।

ছবিতে তামান্নার অভিনয় ঠিকঠাক মানানসই ও হরিয়ানার গ্রাম্য টানে কথা বলা সন্তোষজনকই মনে হয়েছে। তমন্না দক্ষিণী অভিনেত্রী হয়েও যেভাবে হরিয়ানভি ভাষা বলেছে তা প্রশংসাযোগ্য। সৌরভ শুক্লা সহ বাকিদের অভিনয় ভালোই লাগে। 
একজন গ্রামের মেয়ের স্বাবলম্বী হয়ে ওঠার কাহিনী তাও বাউন্সারের মতো পেশায় যা এই ছবিতে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছেন পরিচালক। এছাড়াও শুধু গ্রাম নয় রাতের শহরেও যে মহিলাদের জন্য অনেক বেশি বিপদ অপেক্ষা করে থাকে তা এই ছবিতে দেখা যায়। চিরাচরিত নিয়ম অনুযায়ী ছবিতে গ্রামের মেয়েদের অবলা, অত্যাচারিত দেখানোর বদলে তথাকথিত 'Woman empowerment' এর একটা নতুন দিক দেখানো হয়েছে যা যথেষ্ট ইতিবাচক।