গত 26শে আগস্ট ডিজনি হটস্টারে মুক্তি পায় রোহন সিপ্পি পরিচালিত জনপ্রিয় ওয়েব সিরিজ Criminal Justice এর season 3 । আগের দুটি season এর মতো এটিও একটি murder mistery সহ court room drama। মোট আটটি পর্ব এই ওয়েব সিরিজে এবং এবার প্রতি সপ্তাহে একটি করে পর্ব মুক্তি পেয়েছে যাতে পরবর্তী পর্বের জন্য কৌতুহল ধরে রাখা একটা চ্যালেঞ্জই বলা যায়। আগের দুটি season এর গল্প ব্রিটিশ সিরিজ থেকে অনুপ্রাণিত ছিলো। 


এই সিরিজে অভিনয় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, স্বস্তিকা মুখার্জী, শ্বেতা বাসু প্রসাদ, পুরব কোহলি, দেশ্না দুগাড়, আদিত্য গুপ্ত প্রমুখ।

আগের সিজন গুলোয় প্রথম পর্বেই মূল ঘটনাটি দেখিয়ে দেওয়া হয়েছিলো এবং পরবর্তী পর্ব গুলোয় রহস্য উদঘাটনের সাথে ঘটনার বিস্তারিত দেখানো হয়েছিলো। এই সিজনের প্রথম দুটি পর্বে ঘটনার বিস্তারিত দেখানো হয়। 

গল্পটি আহুজা পরিবারের, নীরজ আহুজা ও তার স্ত্রী অবন্তিকা আহুজা দুজনেই দুজনের দ্বিতীয় পক্ষের স্বামী স্ত্রী। অবন্তিকা তার প্রথম স্বামীর সাথে বিচ্ছেদ করে নতুন সম্পর্কে আসেন । নীরজের প্রথম পক্ষের মেয়ে 'জারা' ও অবন্তিকার  ছেলে মুকুল এই নিয়ে তাদের পরিবার । জারা জনপ্রিয় টেলিভশন অভিনেত্রী, মুকুল ও জারা সম্পর্কে ভাই বোন হলেও তাদের মধ্যে ঝগড়াই বেশি হত। হঠাৎই একদিন পার্টি শেষে জারা ঘরে ফেরে না পরে তাকে মৃত পাওয়া যায়। পুলিশ মুকুলকে সন্দেহ করে ও জুভেনাইল জেলে তাকে নেওয়া হয়।  মুকুলের লড়তে আসেন মাধব মিশ্র(পঙ্কজ ত্রিপাঠী)। মুকুলের মাদকাসক্তি ও বদমেজাজি স্বভাব ছিলো কিন্তু সত্যিই জারার খুনী সে? এটি সিরিজের শেষে জানা যাবে।

মাধব মিশ্র র চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী আরো বেশি সাবলীল দেখিয়েছে এবং এই চরিত্রটিকে আরো জনপ্রিয় করে তুলেছেন। Public procecutor এর চরিত্রে শ্বেতা বাসুকে আত্মবিশ্বাসী লেগেছে এবং মুকুলের চরিত্রে আদিত্য গুপ্তর অভিনয়ও প্রশংসনীয়। বাকিদের অভিনয়ও ভালো মানের। 

এই সিরিজের কয়েকটি বিষয় যা নিয়ে সমাজে আরো সচেতনতার প্রয়োজনীয়তা মনে করায়। প্রথমত যুব সমাজের মাদকাসক্তি ও বিশৃঙ্খল জীবন যার পরিণতি মৃত্যু অবধি হতে পারে। দ্বিতীয় সোশ্যাল মিডিয়া আসক্তি ও সোশ্যাল মিডিয়া ট্রোলিং ,কোনো ব্যক্তিকে অবাঞ্ছিত হাসি মজা তার ওপর নেতিবাচক মানসিক প্রভাবও ফেলতে পারে। তৃতীয়ত বাবা মায়ের বিচ্ছেদ সন্তানের ওপর কতটা নেতিবাচক প্রভাব ফেলে। 

সব মিলিয়ে সিরিজটি murder mistery এবং Court room Drama হিসাবে যথেষ্ট আকর্ষক এবং উপভোগ্য।