'ক্রিস্টোফার নোলান' নামটা সিনেমা প্রেমীদের কাছে কোনোভাবেই অচেনা নয় , অস্কার প্রাপকদের তালিকায় হয়তো তার নাম নেই কিন্তু ৫ বার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার জয়ী এই ব্রিটিশ মার্কিন পরিচালক এর জনপ্রিয়তায় কোনো ঘাটতি নেই।  তার অন্যতম সিনেমা গুলির মধ্যে ব্যাটম্যান ট্রিওলজি র কথা কে ভুলতে পারে !  নতুন  বছরের জুলাই মাসে তিনি আনতে চলেছেন তার পরিচালিত প্রথম বায়োপিক এবং এই বায়োপিক যাকে নিয়ে সে আর কেউ নয় পরমাণু বোমার আবিষ্কর্তা 'ওপেনহেইমার।

গত ১৯ শে ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবির অফিসিয়াল ট্রেইলার। ওপেন হেইমার চরিত্রে অভিনয় করছেন সিলিয়ান  মারফি , তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় এমিলি ব্লান্ট এছাড়াও আছেন অস্কার জয়ী ম্যাট ডেমোন , রবার্ট ডাউনি জুনিয়র প্রমুখ। ট্রেলার দেখে ছবিটি যথেষ্ট উত্তেজনা পূর্ণ হবে বলে আশা করা যায়। ট্রেলারে সিলিয়ান মারফি তার অভিনয়ের মাধ্যমে ওপেন হেইমার এর এই বিধংসী অস্ত্র আবিষ্কারের সময় তার  মানসিক অবস্থা অন্তরের দ্বিধা দ্বন্দ্ব যে যথাযথ ভাবে ফুটিয়ে তুলতে চলেছেন তাতে সন্দেহ নেই  এবং বিশ্ব পাল্টে দেওয়া ম্যানহাটন প্রজেক্ট কে বড় পর্দায় পরিচালক কি কি চমক এর সাথে উপস্থাপন করতে চলেছেন সেটা জানার অপেক্ষায় সবাই।  আরো একটি দিক যেটি বড় পর্দায় দেখা  যাবে কি না সেটা নিয়েও আগ্রহ থাকবে অনেকের  এটি হলো ওপেন হেইমাররের  ভগবদ্গীতা প্রসঙ্গ। 

যত জন পাশ্চাত্য বৈজ্ঞানিক ও গবেষক হিন্দু ধর্ম ও গ্রন্থ নিয়ে চর্চা করেছেন ওপেন হেইমার তাদের মধ্যে একজন।  ১৯৪৫ সালে জুলাই মাসে পরমাণু বোমার ট্রিনিটি টেস্ট করা হয় এবং সেই পরীক্ষার পর তিনি তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন " আমার সেই মুহূর্তে ভগবদ্গীতা তে শ্রীকৃষ্ণের বলা সেই লাইনের কথা মনে পড়ছে যেখানে তিনি বলছেন আমিই সংহার , আমিই ধ্বংস   ..." সম্ভবত হেইমার একাদশ অধ্যায়ের কথা বলছেন যেখানে ভগবান অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করানোর সময় এই কথা বলেছিলেন। ওপেন হেইমার ছিলেন জার্মান বংশোদ্ভূত আমেরিকান পদার্থ্যবিদ, যুদ্ধা কালীন পরিস্থিতির জন্য  তিনি লস আলামোস ল্যাবরেটরীর প্রধান নিযুক্ত ছিলেন। 

ওপেন হেইমার ছাড়াও নিকোলা টেসলা , নীলস বোর , Erwin  Schrodinger, Heisenberg প্রমুখ পদার্থ্যবিদ বিভিন্ন সময় হিন্দু গ্রন্থ থেকে অনুপ্রাণিত হয়েছেন। নীলস বোর বলেছিলেন 'বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি উপনিষদ পড়তাম। ' Heisenberg এর মতে যে বেদান্ত পড়েছে তার কাছে কোয়ান্টাম পদার্থ্যবিদ্যা কখনোই বিচিত্র মনে হবে না। ' এঁরা সকলেই বেদ ও বৈদিক গ্রন্থ থেকে প্রভাবিত হয়েছিলেন।