Ticker

6/recent/ticker-posts

'RRR' এর অস্কার দৌড়

 সরকারি ভাবে 2023 এর অস্কারে ভারতীয় সিনেমা হিসেবে গুজরাটি সিনেমা 'Chello show' এর জন্য মনোনয়ন পাঠানো হয়েছে। কিন্তু এই বছরের যে দুটো সিনেমা বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'কাশ্মীর ফাইলস' এবং এস.এস.রাজামৌলী পরিচালিত 'RRR' পুরো ভারতের বিনোদন জগতকে নাড়িয়ে দিয়েছিলো সেই দুটি সিনেমা কেন মনোনয়ন পেলো না তা নিয়ে প্রশ্ন ছিলো সিনেমা প্রেমীদের একাংশের। তবে এবার হয়তো আশার আলো দেখা যাবে কারণ 'RRR' টিমের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি ভাবে না হলেও তারা 'Oscar Academy' র কাছে আবেদন জানিয়েছে বিভিন্ন আলাদা আলাদা বিভাগে মনোনয়নের জন্য।


যে যে বিভাগে মনোনয়নের জন্য আবেদন করা হয়েছে সেগুলি হলো

হল:

  • সেরা ছবি: ডিভিভি দানায়া (প্রযোজক)
  • সেরা পরিচালক: এসএস রাজামৌলি
  • সেরা অভিনেতা: জুনিয়র এনটিআর, রাম চরণ
  • পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী: আলিয়া ভাট
  • পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা: অজয় দেবগণ
  • সেরা গান: নাটু নাটু
  • সেরা সঙ্গীত: এমএম কিরাভানি
  • সেরা এডিটিং: শ্রীকর প্রসাদ
  • সেরা সিনেম্যাটোগ্রাফি: কেকে সেনথিল কুমার
  • সেরা কসটিউম: রামা রাজামৌলি
  • সেরা মেকআপ: নাল্লা শ্রীনু, সেনাপতি নাইডু
  • সেরা ভিজুয়াল এফেক্টস: ভি শ্রীনিবাস মোহন
বিশ্বব্যাপী এই ছবি প্রায় 1200 কোটি টাকার ব্যবসা করেছে। বিদেশে প্রায় 150 কোটি টাকা  ব্যবসা করেছে।  সম্প্রতি আমেরিকা চাইনিজ থিয়েটারে এই ছবিটি দেখানো হয় এবং সেখানে দর্শকদের উচ্ছ্বাস ছিলো দেখার মতো।  

ভারতের দুই স্বাধীনতা সংগ্রামী 'আল্লুরি সীতারামারাজু' এবং ' 'কমরাম ভীম' কে কেন্দ্র করে এই ছবি। যদিও বাস্তবে দুজনের সাক্ষাৎ হয়নি কখনও কিন্তু পর্দায় পরিচালকের কল্পনায় দুজন হাতে হাত ধরে ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়ছেন আর পরিচালকের এই অদ্ভুত সুন্দর উপস্থাপনা মন ছুঁয়েছে দর্শকদের।

অনেকের ধারণা সব ঠিকঠাক চললে অস্কারের মূল মঞ্চে পৌঁছাবে এই ছবি , জিততে পারে পুরস্কারও। এখন দেখার এই ভক্তদের এই আশা পূরণ হয় কি না।

Post a Comment

0 Comments