গত পরশু অযোধ্যায় মুক্তি পেলো বহু প্রতিক্ষীত ছবি আদিপুরুষের টিজার। ওম রাউত পরিচালিত, প্রভাস , সইফআলি খান, কৃতী স্যানন অভিনীত  এই ছবি ঘিরে দীর্ঘ উন্মাদনা ছিলো গত দুবছর ধরে। চারদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির প্রথম পোস্টার। পোস্টার দেখার পরই অনেকে আশঙ্কা করছিলেন ছবি কতটা ভালো হবে তাই নিয়ে।

কিন্তু সেই আশঙ্কাই সত্য হলো ছবির ভিজ্যুয়াল অত্যন্ত হতাশা জনক। প্রভাসকে রামের চরিত্রে মানালেও স্ইফ আলিকে রাবণের চরিত্রে চূড়ান্ত বেমানান। ছবির vfx এর প্রথম ঝলক অত্যন্ত নিম্নমানের মনে হয়েছে । রাবণের পুষ্পক রথকে একটি ড্রাগনের মতো পাখি দেখানো হয়েছে এবং জাম্বুবান প্রভৃতি চরিত্রগুলিকে গ্রাফিক্সের মাধ্যমে নির্মাণ করা হলেও সেই কাজ অত্যন্ত শিশুশুলভ । রাবণ খলনায়ক হলেও তিনি ছিলেন শিবভক্ত, বেদজ্ঞ, ব্রাহ্মণ,পন্ডিত তার লঙ্কা নগরী এতটাই উন্নত ছিলো যে তাকে স্বর্ণ লঙ্কা বলা হতো। ফলে রাবণ চরিত্রটিকে সম্মানের সাথে উপস্থাপনা করতে হত, সঈফ আলিকে দেখে একদমই তা মনে হচ্ছে না নেটিজেনদের কথায় পরিচালক রাবণ নয় আলাউদ্দিন খিলজি বানিয়ে ফেলেছেন। ছবির color theme টিও ভুল বাছা হয়েছে। হলিউডের গেম অব থ্রনস বা হ্যারিপটার সিরিজের ধাঁচে বানানোর চেষ্টা হয়েছে যা মানুষের মন ছুঁতে ব্যর্থ। সব মিলিয়ে ছবির সাফল্য নিয়ে বড় প্রশ্ন চিহ্ণ তৈরী হয়ে গেলো। অ্যানিমেশনের দুনিয়ায় এর আগে 1999 সালে তৈরী জাপানি 2D অ্যানিমেশনের রামায়ণ মানুষের কাছে এখনও আবেগের বিষয় । সেখানে তানাজির মতো ছবি বানানোর পরে ওম রাউতের থেকে দর্শক আরো বেশি কিছু আশা করেছিলো। প্রভাসের মতো অভিনেতা , 500 কোটির বাজেট থাকার পরও এতো অপরিণত ও নিম্ন মানের technical কাজ কীভাবে হয় সেটাই অনেকে বুঝতে পারছেন না। আদিপুরুষের টিজার মর্যাদা পুরুষোত্তমের মর্যাদা রাখতে ব্যর্থ।