Ticker

6/recent/ticker-posts

রামসেতু কি বলিউডকে অক্সিজেন দেবে?

 গত 11ই অক্টোবর মুক্তি পেলো অক্ষয়কুমার অভিনীত রামসেতু সিনেমাটির ট্রেলার। এর আগে পৃথ্বিরাজ এবং রক্ষাবন্ধন অক্ষয়কুমারের দুটি ছবিই বক্সঅফিসে লাভের মুখ দেখতে ব্যর্থ হয়েছে। তার আগে 'কাশ্মীর ফাইলসের' কাছেও পরাজিত হয়েছিলো 'বচ্চন পান্ডে'। 

2 মিনিট 9 সেকেন্ডের এই ট্রেলারে শুরুতেই শোনা যায় 'ইয়ে দেশ রাম কে ভরোসে চলতে হ্যায়'। এবার কি তবে রাম নামই  ভরসা বলিউডের? ছবির গল্প মূলত প্রত্নতাত্ত্বিক বিষয় বস্তুর ওপর আধারিত সাথে ভরপুর অ্যাকশনও দেখা যাচ্ছে ট্রেলারে। এখানে আমরা দেখতে পাই সরকার রামসেতু ধ্বংসের জন্য আদালতে আবেদন করে অপর দিকে রামসেতুর অস্তিত্ত্ব প্রমাণিত করে তা বাঁচানোর চেষ্টায় অক্ষয়কুমার। ট্রেলার দেখে মনে হয় খুব সম্ভবত 2007 -08 এর সময় তৎকালীন ভারতসরকার যে রামসেতু বিনষ্ট করার যে প্রসঙ্গ তুলেছিলো তার ভিত্তিতেই ছবিটি।

অক্ষয় কুমার ছাড়াও ছবিতে অভিনয় করেছেন নুসরৎ ভারুচা, সত্যদেব কাঞ্চরণা, জ্যাকলিন ফার্নান্দেজ প্রমুখ।ছবির পরিচালক অভিষেক শর্মা, সংগীত পরিচালক অজয়-অতুল, বিক্রম মন্ত্রোস,বেদ শর্মা প্রমুখ।ব্যাকগ্রাউন্ড মিউজিক যথেষ্ট আকর্ষণীয়, ছবি ভিজ্যুয়াল বেশ সুন্দর। 

Lyca production এর এই ছবিটি আগামী 25 শে অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।

Post a Comment

0 Comments