আদি পুরুষের প্রথম ঝলক 

গতকাল অর্থাৎ শুক্রবার ওম রাউতের বহু প্রতীক্ষিত ছবি 'আদি পুরুষের' প্রথম পোস্টার মুক্তি পেলো। প্রায় দুবছর আগে এই ছবির ঘোষণা হয়েছিলো। বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাস তার ইন্সটাগ্রাম এই পোস্টারটি পোস্ট করেন। এই ছবিতে দেখা যাচ্ছে প্রভাস অর্জুনের লক্ষ্যভেদের ভঙ্গিতে হাঁটু গেঁড়ে বসে আছেন। বিদ্যুত আলোকিত আকাশের দিকে ধনুর্বাণ তাক করা। পরনে সাদা ধুতি যোদ্ধার বেশ । এখানে প্রভাসের গোঁফ আছে দেখা যাচ্ছে।  

তবে ভক্তদের কেউ কেউ হতাশও হয়েছে কারণ তারা প্রভাসকে এত সাদামাটা যোদ্ধার বেশে আশা করেনি। আরো নায়কোচিত বেশে আশা করেছিলেন তারা। খুব সম্ভবত এই ছবিতে পুরুষোত্তম শ্রী রামের চরিত্রে অভিনয় করবেন। 2রা অক্টোবর সন্ধ্যায় এই ছবির Teaser মুক্তি পাবে অযোধ্যায়। 2023 সালের 12 ই জানুয়ারী এই ছবি মুক্তি পাওয়ার কথা এখন দেখার ছবির teaser ভক্তদের মনে কতটা উৎসাহ জাগায়।