প্রথম ইন্দো-নেপালি ছবি প্রেমগীত 3

গত 23শে সেপ্টেম্বর মুক্তি পেয়েছে প্রথম ইন্দো-নেপালি ছবি প্রেমগীত 3। হিন্দি ও নেপালি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি।ছবির পরিচালক চেতন গুরুং মুখ্য ভূমিকায় ক্রিস্টিনা গুরুং, প্রদীপ খাড়কা প্রমুখ।  বিশ্বব্যাপী 1200 স্ক্রিনে মুক্তি পায় এই ছবি এবং প্রথম চার দনে  ইতিবাচক সাড়া জাগিয়েছে এটি।
টিকিটের মূল্য 100 টাকার আশেপাশে থাকায় দর্শকও পাচ্ছে এই ছবিটি। নির্মাতাদের তথ্য অনুযায়ী চতুর্থ দিনের শেষে এই ছবিটি ভারত থেকে 2.5 কোটি টাকা নেপালে প্রায় 5.5 কোনো টাকা এবং বিশ্বব্যাপী 11.5  কোটি টাকা আয় করেছে। এতদিন নেপালি ছবি হিসাবে সর্বোচ্চ আয় ছিলো Kabaddi 4 ছবিটি এখন দেখার প্রেমগীত আয়ের নিরিখে সেই পরিসংখ্যান টপকাতে পারে কিনা।