Ticker

6/recent/ticker-posts

I am not in that dumb race: Vivek Agnihotri

 

বোকাদের রেসে আমি নেই : বিবেক  অগ্নিহোত্রী 

সম্প্রতি ধৰ্ম প্রোডাকশন এর ব্যানারে , অয়ন মুখার্জির পরিচালনায় মুক্তি প্রাপ্ত ছবি ব্রহ্মাস্ত্র মুক্তির দশ দিনের মধ্যে বিশ্বব্যাপী 365 কোটি টাকা আয় করেছে বলে দাবি করা হয়েছে।  গত 11 মার্চ 1990 সালে কাশ্মীরী হিন্দুদের গণহত্যা নিয়ে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি 'The Kashmir Files' মুক্তি পায় যাতে অভিনয় করেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পুণিত ঈশার প্রমুখ। প্রায় 15 কোটি টাকা ব্যয় নির্মিত এই ছবির সর্বকালীন আয় 340 কোটি টাকা যা এই বছরের একটি রেকর্ড কিন্তু ব্রহ্মাস্ত্র মুক্তির দুসপ্তাহের মধ্যেই Kashmir Files এর রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছে বলা হচ্ছে । 

এই বিষয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রী একটা  ট্যুইট করেন যাতে তিনি লেখেন "হা হা হা.. আমি জানি না কাশ্মীর ফাইল কে তারা কীভাবে হারালো.. লাঠি দিয়ে, হকিস্টিক দিয়ে নাকি Ak47 দিয়ে! বলিউড নিজেদের মধ্যে প্রতিযোগিতা করুক। আমাকে একলা ছেড়ে দিন.. আমি বোকাদের রেসে নেই"।



অন্যদিকে ব্রহ্মাস্ত্রে অভিনয় করেন রণবীর কাপুর, আলিয়া ভাট  জুটি। রণবীরের দাবি ব্রহ্মাস্ত্রের বাজেট বেশি তাই আয়ও বেশি । রণবীর আরও বলেন এই বাজেট শুধু একটি ছবির জন্য না তিনটি পার্টের মোট বাজেট।

নেটিজেনদের মতানুসারে দুটো ছবির তুলনা করাই উচিত নয়। কাশ্মীর ফাইল বাস্তবে ঘটে যাওয়া কাশ্মীরি হিন্দুদের মর্মস্পর্শী কাহিনী যা কোনোভাবেই আয়ের অঙ্কে বিচার করা যাবে না অন্যদিকে ব্রহ্মাস্ত্র একটি Fantasy story।


Post a Comment

0 Comments