Ticker

6/recent/ticker-posts

JAADUGAR MOVIE (2022)


 "দিল জিতনেওয়ালো কো জাদুগর ক্যাহতে হ্যায়"  

পরিচালক: সমীর সাক্সেনা

লেখক: বিশ্বপতি সরকার

মুখ্য চরিত্রে : জিতেন্দ্র কুমার, আরুষি শর্মা, জাভেদ জাফরি, মনোজ যোশী 

জিতেন্দ্র কুমার অর্থাৎ সকলের প্রিয় জীতু ভাইয়া , পঞ্চায়েত ওয়েব সিরিজের সচিব জী র নতুন ছবি 'জাদুগর' যেটি সম্প্রতি Netflix OTT তে মুক্তি পেয়েছে।  এটি একটি রোম্যান্টিক কমেডি ছবি । ছবির গল্প খুবই সুন্দর, বেশ কিছু দৃশ্যে দর্শককে আবেগ প্রবণ করে তোলে।

ছবিটির প্রেক্ষাপট মধ্যপ্রদেশের একটি ছোট্ট শহর 'নীমচ' সেই শহরের ফুটবল প্রেম। ছবির শুরুতে নীমচ শহর কীভাবে ফুটবল পাগল হয়ে উঠলো তার একটি ইতিহাস বলা হয়।  এই শহরের ছেলে 'মিনু' (জিতেন্দ্র কুমার) যার বাবা ও কাকা শহরের প্রতিষ্ঠিত ফুটবলার কিন্তু মিনুর ফুটবলে কোনো আগ্রহ নেই তার স্বপ্ন জাদুগর হওয়া। মিনুর বাবার স্বপ্ন ছিলো তাদের আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতায় তাদের অঞ্চলের টিম আদর্শনগরকে চ্যাম্পিয়ন করার কিন্তু একদিন ছোটোবেলায় তার কাকার বদলে তার বাবা কোনো টুর্নামেন্ট খেলতে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়। মিনুর কাকা (জাভেদ জাফরি) তার বাবার স্বপ্নকে সত্যি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। মিনুর ফুটবলে আগ্রহ না থাকলেও তার প্রেমিকা দিশার বাবা তাকে বলে তার ভালোবাসাকে পেতে হলে ফুটবল টুর্নামেন্ট জিতে দেখাতে হবে কিন্তু শেষে তিনিই আবার বলেন মিনুকে হেরে যেতে। মিনু কি পাবে তার ভালোবাসাকে?  

ছবিতে সকলের অভিনয়ই ভালো লাগে জিতেন্দ্র কুমার এখানেও যথেষ্ট সাবলীল,জাভেদ জাফরির অভিনয় আরও একবার মুগ্ধ করে । এই ছবির গান গুলিও মন ছুঁয়ে যায়। এই ছবির আর একটি ইতিবাচক দিক ছবির কমেডি যা অনেক ক্ষেত্রেই উপভোগ্য। 

ছবির রোম্যান্টিক গানের দৃশ্যে 'জিতু ভাইয়া' কে একটু আড়ষ্ট লেগেছে। ছবির কিছু চরিত্রের Backup story ভালোভাবে দেখানো হয়নি বলে মনে হয়েছে। দিশার পরিবারের গল্প আরো একটু বিস্তারিত দেখালে ভালো হত। শেষে দিশার বাবা কেন মিনুকে হেরে যেতে বলে সেই কারণটিও স্পষ্ট করা হয়নি। 

TVF এর অনেক চেনা মুখকেই এই ছবিতে দেখা যায় তবে এবার TVF এর বদলে নতুন প্রোডাকশন ব্যানারে এই ছবিটি নির্মিত হয়েছে।  

সব মিলিয়ে ছবিটি কোনোভাবেই হতাশ করে না।  

রেটিং - 7/10



Post a Comment

0 Comments