Ticker

6/recent/ticker-posts

Vikrant Rona : Review



 



বিক্রান্ত রোনা  

পরিচালক ও লেখক :- অনুপ ভাণ্ডারী

মুখ্য ভূমিকায়:- কিচ্চা সুদীপ, নীতা অশোক, নিরূপ ভাণ্ডারী, জ্যাকলিন ফার্নান্ডেজ প্রমুখ

2022 এর অন্যতম সেরা suspense, thriller কন্নড় ছবি এটি। Rangi Tiranga র পর অনুপ ভাণ্ডারীর তৃতীয় ছবি এটি। ছবিটি মূলত মার্ডার মিস্ট্রির ওপর হলেও ছবিতে অ্যাকশন যথেষ্ট পরিমাণে আছে। ছবির visual খুব সুন্দর, কর্ণাটকের একটি গ্রামের প্রেক্ষাপটে এই ছবির গল্প এবং চারদিক জঙ্গলে ঘেরা এই গ্রামটিকে এমনভাবে দেখানো হয়েছে যে একটা ফ্যান্টাসি র দুনিয়ার অনুভূতি দেয়। 

সংক্ষেপে ছবির গল্পটি হল কর্ণাটকের 'কামারট্টু' নামের এক গ্রামের জমিদার জনার্দ্দন গম্ভীরা তার পরিবার নিয়ে বাস করে, এই সময় তার ভ্রাতৃসম বিশ্বনাথ বল্লাল তার পরিবার নিয়ে মুম্বই থেকে আসে তার মেয়ের বিয়ে অনুষ্ঠান গ্রামে করার জন্য এবং তাদের পূর্বপুরুষের বাড়ি 'কামারট্টু হাউসে' থাকতে চায় কিন্তু জনার্দন আপত্তি করে কারণ 28 বছর আগে তার ছেলে সঞ্জু গ্রামের মন্দির থেকে গয়না চুরি করে পালিয়ে যায় তারপর থেকে সেই বাড়ি বন্ধ এবং গ্রামের মানুষের বিশ্বাস সেখানে ব্রহ্মরাক্ষস থাকে। অন্যদিকে এখনো পর্যন্ত  গ্রামের মোট 16 জন বাচ্চার মৃতদেহ পাওয়া যায় জঙ্গলে এবং সম্প্রতি গ্রামের ইন্সপেক্টর এর মুন্ডুহীন দেহ পাওয়া যায়।  আর এই সমস্ত রহস্যের কিনারা করতে গ্রামে ইন্সপেক্টর হিসেবে আসে 'বিক্রান্ত রোনা'।

ছবির গল্প প্রতিমুহূর্তে টান টান উত্তেজনা জাগায় এবং গল্পের শেষে একের পর এক অপ্রত্যাশিত ট্যুইস্ট দেখা যায়।  তবে screenplay অত্যন্ত মনোযোগ দিয়ে না দেখলে বিভ্রান্ত হতে হয় এবং screenplay র কিছু কাট্ চোখে লাগে। ছবিতে চারটি গান আছে ,জ্যাকলিনের  একটি Item song সহ। আইটেম song টি অপ্রয়োজনীয় মনে হয়েছে এবং প্রথম দিকে ছবির ঘটনা অনেকটাই মন্থর মনে হয়েছে ।  

বিক্রান্ত এর চরিত্রে 'সুদীপ' যথেষ্ট সাবলীল এবং ছবির অ্যাকশনের দৃশ্য গুলিও যথেষ্ট ভালো ভাবে তৈরী করা হয়েছে। Cinematography  যথেষ্ট ভালো এবং ছবির  মিউজিকও দর্শককে হতাশ করবে না। 

সব মিলিয়ে সাসপেন্স, থ্রিলার, অ্যাকশন , মার্ডার মিস্ট্রি এবং কিছুটা Hrror এর অভিজ্ঞতা সহ বিনোদনের সম্পূর্ণ প্যাকেজ। 

রেটিং  -৭/১০

Post a Comment

0 Comments